kolkata

1 month ago

Md Salim: রাজ্য সম্পাদক হয়েও ভোটপ্রার্থী, বঙ্গ সিপিএমের ইতিহাসে দ্বিতীয় নাম সেলিমের

Md Salim
Md Salim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএমের ইতিহাসে তিনি দ্বিতীয় রাজ্য সম্পাদক, যিনি ভোটে লড়বেন।

সাধারণত সিপিএমের রাজ্য সম্পাদকরা নির্বাচনে দলীয় প্রার্থী হতেন না৷ দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নারায়ণগড় আসন থেকে লড়েছিলেন তৎকালীন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই প্রথম কোনও সিপিএম রাজ্য সম্পাদক হয়েছিলেন ভোটপ্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসন থেকে ভোটে লড়বেন মহম্মদ সেলিম৷ পার্টির দীর্ঘ ইতিহাসে তিনি দ্বিতীয় রাজ্য সম্পাদক, যিনি নির্বাচনে প্রার্থী হলেন।

অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা সিপিআই ভেঙে ১৯৬৪ সালে তৈরি হয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বস সিপিএম৷ প্রথম রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্ত কখনও ভোটে লড়েননি। তাঁর মৃত্যুর পর রাজ্য সম্পাদক হন সরোজ মুখোপাধ্যায়। তিনি আগে কাটোয়ার সাংসদ ছিলেন৷ কিন্তু রাজ্য সম্পাদক হওয়ার পর ভোটে লড়েননি।

এরপরের তিন রাজ্য সম্পাদক শৈলেন দাশগুপ্ত, অনিল বিশ্বাস ও বিমান বসু। তাঁরাও কখনও রাজ্য সম্পাদক থাকাকালীন ভেটে লড়েননি। তবে হাল আমলের দুই রাজ্য সম্পাদক সূর্যকান্ত এবং সেলিম সেই প্রথা ভাঙলেন।২০১৬ সালে সূর্যকান্ত নারায়ণগড়ে পরাস্ত হয়েছিলেন তৃণমূলের সূর্য অট্টের কাছে। সেলিম কি জিতবেন? উত্তর মিলবে ৪ জুন।

You might also like!