International

1 week ago

Bangladesh:বাংলাদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি

Severe heat wave across Bangladesh, school holidays from Monday
Severe heat wave across Bangladesh, school holidays from Monday

 

ঢাকা, ২০ এপ্রিল  : দাবদাহের কারণে স্কুল বন্ধ রাখার ব্যাপারে পশ্চিমবঙ্গের দেখানো পথেই হাঁটল বাংলাদেশ। এই তাপপ্রবাহ এবং দাবদাহের কারণে স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারও। রমজান, ইদ-উল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রবিবার থেকে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে চলেছে। তাপপ্রবাহের কারণে শুক্রবার, দেশজুড়ে তিন দিনের জন্য সতর্কবার্তা বা হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া দফতর।এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি করা হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে। সেই দাবি মেনেই স্কুল এবং কলেজে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এবং শিক্ষা দফতর। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তিনি জানান, তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, 'নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খুলবে।'প্রসঙ্গত, তাপপ্রবাহ এবং গরমের কারণে আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমের ছুটি।

You might also like!