kolkata

2 weeks ago

Thankurnagar:রাজ্যসভায় মমতাবালার শপথ থামালেন ধনকড়,ঝাঁঝালো আক্রমণ অভিষেকের

Mamata Bala Thakur
Mamata Bala Thakur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতাবালা ঠাকুরকে এবার রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। বুধবার দিল্লিতে তাঁর সাংসদ পদে শপথগ্রহণ ছিল। সেই শপথবাক্য পাঠের সময় তাঁকে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন মমতাবালা। আর এই বিষয়টিকে নিয়েই হাতিয়ার করে ভোটের মুখে সরব হয়েছে তৃণমূল শিবির। দিল্লি থেকে গতকালই এই বিষয়ে সুর চড়িয়েছিলেন মমতাবালা ঠাকুর।

মমতাবালা বলেন, "আমি আমার ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নাম নেওয়াতে আমার প্রথম শপথ বাতিল করে দেওয়া হল। আমাকে দ্বিতীয়বার শপথ নিতে বাধ্য করা হল। কিন্তু বিজেপি-সহ অন্যান্য দলের সদস্যরা তাঁদের ঠাকুরের নাম করে শপথ নিলেও তাঁদের শপথ বাতিল করা হয়নি। এটা কী ধরনের দ্বিচারিতা?"

মমতাবালা আরও বলেন, "এর আগে আমি লোকসভায়.যখন শপথ নিয়েছিলাম তখন হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নিয়েছিলাম। তাহলে এখন কেন নিতে দেওয়া  হল না? তাছাড়া বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও তো আগে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদের নামে শপথ নিয়েছিল। তখন কেন শপথ বাতিল করা হয়নি। আসলে এটা নোংরামি ছাড়া আর কিছু নয়!"

রাজ ভবনের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, "এদিন মমতা বালা ঠাকুরের রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছেন বলে মাঝপথে শপথ গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন দেশে কী চলছে! ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েছিলেন উনি। এঁরাও তো ঈশ্বর।"

এরপর অভিষেক জানান, মতুয়া ভাইরা বিজেপিকে এক বুক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন ৷ তাঁদের ধর্মের প্রসার ঘটিয়ে, ন্যায্য দাবিগুলি আগামিদিনে বাস্তবায়িত করা হবে ৷ এটাই ছিল তাঁদের আশা ৷ কিন্তু আরাধ্য দেবতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ায় মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান জগদীপ ধনকর বাতিল করে দিয়েছেন।

জগদীপ ধনকড় দেশের উপরাষ্ট্রপতি আর বাংলার প্রাক্তন রাজ্যপাল। তিনি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিয়েছেন। অভিষেক বলেন, "এই জগদীপ ধনকড় ধারাবাহিকভাবে বাংলার বিরোধিতা করেছিলেন বলেই বড় পদ পেয়েছেন। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলি। বিজেপি শুধু আপনার ভোট চাইছে না। বিজেপি আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আর যদি তা না-পারে তাহলে আপনার সব বন্ধ।"

বেশ কিছু দাবিদাওয়া নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা-সহ প্রথম সারির তৃণমূল নেতারা ৷ দুদিন আগেও রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করেছিলেন অভিষেকরা ৷ এদিন ফের রাজভবনে গেল তৃণমূল ৷ সাক্ষাৎ শেষে একাধিক প্রশ্নে বিজেপি থেকে শুরু করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷


You might also like!