Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

kolkata

2 years ago

Kunal Ghosh : বিজেপি-র বিরুদ্ধে মুসলিমদের মেকি দরদের অভিযোগ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারিঃ  বিজেপি-র বিরুদ্ধে মুসলিমদের মেকি দরদের অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেছেন, নওশাদ ভাইয়ের দম আছে, তাই (শাসক দলের কাছে) সারেন্ডার করেননি। তার প্রেক্ষিতেই শুক্রবার তোপ দাগেন কুণাল।

কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, ‘বিজেপি উগ্র হিন্দুত্বের কথা বলে ভোট করাতে গিয়েছিল। কিন্তু মানুষ আজ বুঝতে পারছে, ধর্ম দিয়ে পেট ভরছে না। মানুষ জনবিরোধী নীতি প্রত্যাখ্যান করছে। সেই কারণে এখন (বিজেপি নেতারা) ছুটে বেরাচ্ছেন।’ তাঁর বক্তব্য, ‘অতীতে বিজেপিই হিন্দুদের কাছে বলে এসেছে, বাকি দলগুলি মুসলিমদের তোষণ করে, আমরা শুধু হিন্দুদের। তাহলে এখন সেই হিন্দুদের কী বোঝাবে? এই কথাগুলি তাদের স্ববিরোধিতা, দ্বিচারিতা, দেউলিয়াপনা, দিশাহীনতার ইঙ্গিত। হঠাৎ তারা যা করার চেষ্টা করছে, এই মেকি দরদ সবাই বুঝতে পারবেন। মানুষ ধরে ফেলবে এদের মুখোশ কোনটা আর মুখ কোনটা।’

পাশাপাশি অতীতে বিজেপি যে হিন্দুভোট নিয়ে কথা বলত, সেই কথাও তুলে ধরেন তিনি। তৃণমূল মুখপাত্র প্রশ্ন তোলেন, কেন এতদিন বলা হত, ‘৩০ শতাংশের ভোট লাগবে না, ৭০ শতাংশের ভোটেই বিজেপি জিতবে? সেই সব সংলাপ কি মানুষ ভুলে যাবে?’ বিজেপি নিজেদের স্বার্থে সকলের বন্ধু সাজতে শুরু করেছে বলে মত কুণালের। বিজেপির সংখ্যালঘুদের কাছে টানা প্রসঙ্গে কুণাল বলেন, ‘আগে বলুন – এনআরসি, সিএএ হবে না। সেই বিবৃতি আগে দিন। যতক্ষণ না সেটি ঘোষণা করছেন, ততক্ষণ এই মুখোশধারী মেকি দরদি সাজার নূন্যতম বিশ্বাসযোগ্যতা নেই।’

পাশাপাশি তৃণমূল যে কেবল সংখ্যালঘুদের ভোটে নয়, সকলের ভোটেই জিতে সরকারে এসেছে, সেটিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন কুণাল।

প্রসঙ্গত, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারি নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। আর সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই ৩০ শতাংশ যে কোনও নির্বাচনেই একটি বড় বিষয় হয়ে ওঠে। আর নওশাদকে গ্রেফতারির এই আবহের মধ্যে বিজেপি শিবির সংখ্যালঘুদের কাছে টানার কৌশলী অবস্থান নিতে শুরু করেছে।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেছেন, নওশাদ ভাইয়ের দম আছে, তাই (শাসক দলের কাছে) সারেন্ডার করেননি। পাশাপাশি রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে যে বিজেপির কোনও বিরোধ নেই, সেই বিষয়টিও স্পষ্ট করে জানিয়ে দেন শুভেন্দু। তবে বিজেপি শিবির থেকে সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টাকে ‘মেকি দরদ’ বলেই মনে করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ


You might also like!