kolkata

1 month ago

KMC new project: পরিবেশ যোদ্ধা তৈরি করতে কলকাতা পৌর সংস্থার নতুন উদ্যোগ

Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

 

কলকাতা  : ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষয় না করে অস্তিত্ব এবং বিকাশের পথে অগ্রসর করতে এবার পরিবেশ যোদ্ধা তৈরি করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। এদিন কলকাতা পৌর সংস্থার কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং এমন উন্নয়ন যা ভবিষ্যত প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে সক্ষমতার সাথে আপস না করে বর্তমানের চাহিদা পূরণ করতে পারে, তার জন্য পরিবেশ যোদ্ধা তৈরি করতে একমাসের সার্টিফিকেট কোর্স চালু করল কলকাতা পৌর সংস্থা।

পরিবেশ বিজ্ঞনী ডক্টর অভিজিৎ মিত্র সহ বিভিন্ন সংস্থার অধ্যাপক অধ্যাপিকা দের মাধ্যমে এই পরিবেশ সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ব্যাচের কোর্সের শুভসূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার, নোডাল অফিসার ডক্টর অভিজিৎ মিত্র সহ সংশ্লিষ্ট বিভাগের ডি জি এবং বিভিন্ন শিক্ষা সংস্থানের প্রফেসররা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কিছু ব্যক্তি পরিবেশ রক্ষার নামে মানুষের কল্যাণকে অগ্রাহ্য করে রাজনীতিক স্বার্থে ব্যবহার করছেন। তিনি বলেন, “যোদ্ধা মানে যুদ্ধ করব প্রাণ কেড়ে নেবে তা নয়। এখন বন্দুক গুলি নিয়ে যুদ্ধ হয় না। এখন পরিবেশ রক্ষার জন্য পরিবেশ যোদ্ধারা যুদ্ধ করবেন।”

মেয়র ফিরহাদ হাকিম আরও জানান, “কলকাতা এখন একটি অরক্ষিত জায়গায় পরিণত হয়েছে। অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, মেঘ ভেঙে পড়ছে। অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা পরিবেশ নষ্ট করে গেছেন। পরিবেশ রক্ষার জন্য আমরা বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীদের পরামর্শে কাজ করছি এবং আশা করি আগামী দিনে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এক নম্বরে চলে যাব।”

মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার জানান, “কলকাতা পৌর সংস্থা একটি নতুন উদ্যোগ নিচ্ছে, যেখানে পরিবেশ নিয়ে সচেতনতা চালানোর কাজ করা হচ্ছে। আমরা এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রীদের একটি সার্টিফিকেট দেব এবং পরিবেশ যোদ্ধাদের পরিবেশ সচেতনতা কাজ শিখিয়ে তাদের অভিজ্ঞতা সমাজের কল্যাণের জন্য বিকশিত করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া অধ্যাপক এবং অধ্যাপিকাদের সম্বর্ধনা দেওয়া হয়। এই ভাবেই পরিবেশ যোদ্ধা তৈরি করে শহরের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কলকাতা পৌর সংস্থা কাজ করছে।

You might also like!