Country

4 months ago

Heavy rains in Gujarat: প্রবল বৃষ্টি, জলমগ্ন আমেদাবাদ-সহ গুজরাটের একাধিক এলাকা

Heavy rains, waterlogged several areas of Gujarat including Ahmedabad
Heavy rains, waterlogged several areas of Gujarat including Ahmedabad

 

আমেদাবাদ, ২৬ আগস্ট : বানভাসী বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের একাধিক এলাকা। নাগাড়ে বৃষ্টিতে জল থইথই অবস্থা আমেদাবাদেও। বিশেষ করে জল জমেছে আমেদাবাদের ঘাটলরিয়া এলাকায়।
জানা যাচ্ছে, জলমগ্ন হয়েছে একাধিক রাস্তা। ফলে জল জমার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। নাকাল হতে হচ্ছে পথচলতি মানুষদেরও। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু নীচু এলাকার বাড়িতেও জল ঢুকেছে। ফলে বিপর্যস্ত সাধারণ মানুষ। তবে জল সরিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন, জানা গেছে এমনটাই।

You might also like!