কলকাতা, ২৮ আগস্ট : বনধ সফল করতে বুধবার সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় নেমে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। রাস্তায় গাড়ি ও বাস চালকদের কাছে হাতজোড় করে অনুরোধ করেন যাতে, তাঁরা বনধকে সমর্থন করেন। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “খুব ঘৃণ্য আচরণ। এদের শিরদাঁড়া বিক্রি হয়ে গিয়েছে।"
অগ্নিমিত্রা আরও বলেছেন, "পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া যাবে না। কিন্তু পুলিশ নিরস্ত্র পড়ুয়া, বৃদ্ধ, বাচ্চাদের দিকে পুলিশ পাথর ছুড়ে মারছে। সেই ছবি আমার কাছে আছে।” তিনি আরও বলেন, “লাঠিচার্জ করেছে। জলকামানে রাসায়নিক মেশানো ছিল। যে গ্যাস ছেড়েছিল, তাতে মনে হচ্ছিল ২-৩ ঘণ্টা কেউ গলা চেপে ধরে রেখেছিল। এত দম বন্ধ হয়ে আসছিল। পুলিশ অত্যাচার করবে, আর আমরা প্রতিবাদ করতে পারব না? আমাদের প্রতিবাদ চলবে।"