kolkata

4 months ago

Rejects Government Donations : “মায়ের আবাহনে ৮৫ হাজার, বিসর্জনে ১০ লাখ!” আরজিকর কাণ্ডে অনুদান ফেরাল কলকাতার এক নামকরা ক্লাব

Bengali Festival (Symbolic Picture)
Bengali Festival (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গত ৯ই আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে উঠছে প্রতিবাদের আওয়াজ। সরকারি অনুদান ফিরিয়ে প্রতিবাদে সুর মিলিয়ে অনেক ক্লাবই। এবার তাতে যোগ দিল আরও এক ক্লাব।

 বারাসাতের সরোজিনী পল্লি কল‍্যাণ সমিতি, কলোনি মোড় অ্যাসোসিয়েশন, কোন্নগর মাস্টার পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি, জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটি, দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি,  নদিয়ার বেথুয়াডহরি টাউন ক্লাব, সরকারি অনুদান ফিরিয়েছেন এই ক্লাবগুলি অনেক আগেই। এবার সেই তালিকায় নাম লেখাল গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাব।

গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের তরফে বলা হয়েছে,  'যে ঘটনা ঘটেছে বিচার না পেলে টাকা নেওয়া সম্ভব নয়। আগে তো টাকা দিতেন না তখনও পুজো হত।'  কিন্তু যদি সামনের বছরও যদি অনুদান থেকে বাদ পড়ে যান? সে - কথা যে তাঁদের মাথায় আসেনি , এমনটাও নয়। তা সত্ত্বেও উদ্যোক্তারা সাফ বলছেন, সামনের বছর বাদ পড়লে পড়ব। 

পুজো উদ্য়োক্তাদের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ' আমরা দেখলাম, বর্তমান রাজ্য সরকার মা-কে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টাকা দিচ্ছে। কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে দশ লাখ টাকা।' গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের মদন ঘোষও বললেন সেই কথা।

 গার্ডেনরিচ মুদিয়ালি আমরা ক'জন ক্লাবের সভাপতি মহম্মদ মোক্তার জানালেন, 'জ্যান্ত দুর্গারা যাতে নিরাপদ থাকে সেই চেষ্টা হোক। অনেক নেতা মন্ত্রীর পুজো আছে তাদের তো টাকা নিতেই হবে। তারা তো না নিয়ে পারবে না।'

You might also like!