নয়াদিল্লি, ২৭ আগস্ট : দিল্লিতে এখনও বিপদসীমা পেরোলো না যমুনা নদীর জলস্তর। তবে বাড়তে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার সকালে দিল্লির লোহা পুল এলাকায় দেখা যায়, যমুনা নদীর জলস্তর বিপদসীমার কিছুটা নীচ থেকে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, একটানা বৃষ্টিতে বারাণসীতে বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর, ইতিমধ্যেই গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করায় বারাণসীর ঘাটগুলি ডুবে গিয়েছে। বারাণসীতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জনবসতি এলাকা ও মন্দিরগুলি জলমগ্ন হয়ে পড়েছে।