নয়াদিল্লি, ২৯ আগস্ট: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। তিন বছরের জন্য তিনি আইএমএফ-এর এই পদে থাকবেন। এর আগে ওই পদে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁকে ফিরিয়ে নিয়েছিল সরকার। তিন বছরের জন্য আইএমএফে উর্জিত প্যাটেলকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। অর্থনীতিবিদ উর্জিত রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে সাড়ে তিন বছর কাজ করার পরে ২০১৬ সালে রঘুরাম রাজনের পরে গভর্নর হন। কিন্তু ২০১৮-এ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-তে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন উর্জিত।