Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

New IMF executive director: আইএমএফের একজিকিউটিভ ডিরেক্টর উর্জিত প্যাটেল

Urjit Patel
Urjit Patel

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। তিন বছরের জন্য তিনি আইএমএফ-এর এই পদে থাকবেন। এর আগে ওই পদে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁকে ফিরিয়ে নিয়েছিল সরকার। তিন বছরের জন্য আইএমএফে উর্জিত প্যাটেলকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। অর্থনীতিবিদ উর্জিত রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে সাড়ে তিন বছর কাজ করার পরে ২০১৬ সালে রঘুরাম রাজনের পরে গভর্নর হন। কিন্তু ২০১৮-এ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-তে চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন উর্জিত।

You might also like!