Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Celebrating Hindi Excellence: এই বছর 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' পাচ্ছেন জ্যাসিন্টা কেরকেটা

Jacinta Kerketta and Prof. Prabhashankar Premi
Jacinta Kerketta and Prof. Prabhashankar Premi

 

বেঙ্গালুরু, ২৬ আগস্ট : হিন্দি লেখকদের বিখ্যাত সাহিত্য সংগঠন 'শব্দ' ২০২৫ সালের 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' এবং 'দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান'-এর জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেছে। এবারের 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' পাচ্ছেন হিন্দি কবি জ্যাসিন্টা কেরকেটা এবং 'দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান' দেওয়া হবে হিন্দি শিক্ষাবিদ অধ্যাপক প্রভাশঙ্কর প্রেমীকে। ২৮ আগস্ট এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

সোমবার, 'শব্দ' সংস্থার সভাপতি ডঃ শ্রীনারায়ণ সমীর একটি বিবৃতি জারি করে জানান, হিন্দি ভাষা ও সাহিত্যের পণ্ডিতদের পাঁচ সদস্যের মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে জুরিরা এই পুরস্কার প্রাপকদের নামগুলি বেছে নিয়েছে। এই জুরিতে ছিলেন বাবুলাল গুপ্তা, শ্রীকান্ত পরাশর, নলিনী পোপট, ড. উষারাণী রাও এবং ড. শ্রীনারায়ণ সমীর। ডঃ সমীর জানান, এবার ৩৫টি এন্ট্রি এসেছে।

মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে, জুরি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, এই বছরের 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' হিন্দি কবি জ্যাসিন্টা কেরকেটাকে তাঁর কবিতা সংকলন 'প্রেম মে পেড় হোনা'-এর জন্য এক লক্ষ টাকা দেওয়া হবে। ডঃ সমীর বলেছেন, কর্ণাটকে উচ্চ ও বয়স্ক শিক্ষায় হিন্দি ভাষা ও সাহিত্যের প্রচারে উল্লেখযোগ্য অবদানের জন্য শিক্ষাবিদ অধ্যাপক প্রভাশঙ্কর প্রেমীকে ২৫ হাজার টাকার 'দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান' দেওয়া হবে।

তিনি বলেন, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সারস্বত অনুষ্ঠানে পুরস্কারের অর্থের সাথে ঐতিহ্যবাহী মহীশূর পেট, স্মারক, শ্রীফল এবং অঙ্গভস্ত্রম প্রদান করে উভয়কেই সম্মানিত করা হবে। তিনি জানান, 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' বেঙ্গালুরুতে অবস্থিত বিখ্যাত সমাজসেবক এবং অজ্ঞেয় সাহিত্যের বিশেষজ্ঞ বাবুলাল গুপ্তের ফাউন্ডেশনের সৌজন্যে প্রদান করা হয়। একইভাবে, 'দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবা সম্মান' বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে প্রকাশিত একটি শীর্ষস্থানীয় হিন্দি সংবাদপত্র গোষ্ঠী 'দক্ষিণ ভারত রাষ্ট্র'-এর সৌজন্যে প্রদান করা হয়।

You might also like!