kolkata

4 weeks ago

Lok Sabha Election:‘আমি মানসিক ভাবে প্রস্তুত’,রাজ্য কমিটির অনুমতির অপেক্ষায় নওশাদ

Abhishek Banerjee and Nawsad Siddique
Abhishek Banerjee and Nawsad Siddique

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে লড়াই করতে মানসিক ভাবে প্রস্তুত নওশাদ সিদ্দিকি । কুলপিতে দলীয় কার্যালয়ে এক কর্মী বৈঠকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) দাঁড়ানোর বিষয়ে ফের জল্পনা উসকে দিলেন ভাঙড়ের বিধায়ক। তবে এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের অনুমতির অপেক্ষায় রয়েছেন তিনি ৷

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে তিনি লড়তে চান ৷ অনেক দিন আগে থেকেই এই ইচ্ছের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তবে সম্প্রতি প্রথম পর্যায়ে আইএসএফ-এর পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । সেই প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিংবা নওশাদ সিদ্দিকীর নাম । এই নিয়ে নওশাদের বিরুদ্ধে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন অনেকেই ৷ তাঁরা নওশাদ সিদ্দিকীকে ভীতু বলে আখ্যা দিয়েছেন । তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে গো হারান হারবেন নওশাদ সিদ্দিকী ৷

তবে শাসকদলের আক্রমণের জবাব দিয়ে এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নওশাদ ৷ দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয়কুমার দাসের সমর্থনে কুলপিতে আইএসএফের দলীয় কার্যালয়ে গিয়ে কর্মী বৈঠক করেন আইএসএফের সভাপতি ।

নওশাদ বলেন, "ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই । প্রথম দিন থেকেই আমি এই কথা বলে আসছি ৷ এখনও পর্যন্ত আমি এই কথাই বলব । জায়গা ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না । শুধু কয়েকটা দিনের অপেক্ষা । দলের সর্বোচ্চ নেতৃত্বের থেকে অনুমতি পেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের হয়ে লড়াই করব । আমি ভীতু নই, আর আমি মরার ভয়ও পাই না ।"

নওশাদের কথায়, "আমাদের দলের দ্বিতীয় পর্যায়ে যে প্রার্থী তালিকা ঘোষণা হবে সেই প্রার্থী তালিকায় চোখ রাখুন । ডায়মন্ড হারবার নিয়ে আমাদের দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে একাধিক মতামত উঠেছে । আমি কিন্তু মানসিকভাবে 100 শতাংশ প্রস্তুত লড়াই করার জন্য । আইএসএফের জন্যই নওশাদ সিদ্দিকী । নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয় । রাজ্য কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি ।"

লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শওকত মোল্লা একের পর এক দায়িত্ব পাচ্ছেন দলের তরফে। ভোটের আগে তাঁর উপর বিশেষ ভাবে ভরসা রাখছে তৃণমূল । এই বিষয়ে নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী যাঁকে বলেছিলেন যে তুই বোমা বাঁধিস, তিনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক । যাঁকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে, সেই ব্যক্তি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত হয়ে ওঠেন, তাহলে আর কী বলা যাবে । অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক হিংসা হবে না, এটা গণতন্ত্রের রক্ষা করার লড়াই । শওকত মোল্লার উপর যদি দায়িত্ব থাকে, তাহলে তিনি গণতন্ত্র রক্ষা করবেন নাকি গণতন্ত্রকে বিপন্ন করবেন সেটা বলা যাবে না । যেভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেননি, সেভাবেই কি লোকসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেবে না ? নাকি বিভিন্ন বুথ দখল করে ছাপ্পা দেবেন ।"

আত্মবিশ্বাসের সুরে নওশাদ বলেন, আইএসএফ লড়াইয়ের ময়দান থেকে পালাবে না ৷ চোখে চোখ রেখে লড়াই করবে আইএসএফ ।


You might also like!