Country

1 week ago

PM Narendra Modi in Damoh: স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে : প্রধানমন্ত্রী

PM Narendra Modi in Damoh
PM Narendra Modi in Damoh

 

দামোহ, ১৯ এপ্রিল: স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মধ্যপ্রদেশের দামোহতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "২০২৪ সালের লোকসভা নির্বাচন শুধু সাংসদ নির্বাচনের জন্য নয়, দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আগামী ৫ বছরে ভারতকে বিশ্বের একটি বড় শক্তিতে পরিণত করতেই এই নির্বাচন। বিশ্বে যখন যুদ্ধের পরিবেশ, তখন ভারতে একটি শক্তিশালী সরকারকে যুদ্ধের নিরিখে কাজ করতে হবে। একমাত্র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারই এই কাজ করতে পারে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "বিগত ১০ বছরে দেশ দেখেছে একটি স্থিতিশীল সরকার প্রতিকূল পরিস্থিতিতেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। করোনার সময় সমগ্র বিশ্বে হাহাকার ছিল, কিন্তু দেশের শক্তিশালী বিজেপি সরকার সমগ্র বিশ্ব থেকে ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে। বিজেপি সরকার কোটি কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন দিয়েছে এবং তাদের করোনা থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিনের ডোজও দিয়েছে। দেশে এখন এমন একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার আছে, যা কাউকে ভয় করে না, কারও সামনে মাথা নত করে না। দেশ সর্বাগ্রে নীতিতে কাজ করে ভারতীয় জনতা পার্টি, দেশের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।"


You might also like!