kolkata

5 hours ago

CV Ananda Bose-Mamata Banerjee: রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা'য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের

CV Ananda Bose & Mamata Banerjee
CV Ananda Bose & Mamata Banerjee

 

কলকাতা, ৬ মার্চ : পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব মিটুক 'চায়ে পে চর্চা'য়, অন্তত এমনটাই চায় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের দুই প্রধানের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পরামর্শ, "আদালতে না লড়াই করে দু'পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।" আদালতের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার জেরেই এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, "রাজ্য প্রশাসনের দুই প্রধান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে লড়াই করছেন, এমনটা কারও জন্যই সুখকর নয়।" এর পরই বিচারপতির মৌখিক পরামর্শ, "আদালতে লড়াই না করে দু'পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।" বিচারপতির এই পরামর্শের পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবীরা তাতে সম্মতি জানিয়েছেন। সেই সঙ্গে বিচারপতি এদিন আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মৌখিক পরামর্শ দেওয়া হলেও প্রয়োজনে পরবর্তী সময়ে এব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে।


You might also like!