দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিনের আবহাওয়া শুষ্কই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা নীচের দিকে নামার কোনও পূর্বাভাসও নেই। বরং, আগামী সোমবার 10 মার্চের পর থেকে পারদ আরও কিছুটা চড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ৷
মার্চের শুরুতেই গায়ে যথেষ্ট তাপ লাগছে। দিনের বেলা দীর্ঘক্ষণ বাইরে থাকাও অস্বস্তিকর হচ্ছে। বাতাসে শুষ্কতা। ফলে ত্বকে টান পড়ছে। বসন্তকাল এখন ৷ এই সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রত্যাশিত। হাওয়া অফিস বলছে, মার্চ মাসে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কোথাও তা কমবশি রয়েছে।
আগামী চার-পাঁচদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনও হবে না। এইরকমই চলবে। আগামী দুই-তিনদিন দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে 10 মার্চ সোমবার থেকে ফের চড়বে পারদ। আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। তারপর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও দুয়ারে গরমকাল। আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিং, কালিম্পংয়ে আগামী কিছুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা আগামী চার পাঁচ দিনে নেই। দক্ষিণবঙ্গের এই হালকা গরমের আবহাওয়া স্বাভাবিক বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 32 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রার ঘোরাফেরায় অস্বাভাবিকত্ব নেই।
ইতিমধ্যেই উষ্ণ জানুয়ারি এবং ফেব্রুয়ারি দেখা গিয়েছে। মার্চেও আবহাওয়া শুষ্কতার ইঙ্গিত দিচ্ছে। এই শুষ্ক গরমের দাপাদাপির মধ্যে আসন্ন গ্রীষ্মকালে আবহাত্তয়ার মেজাজ কতটা গরম থাকবে তার ভবিষ্যতবাণী এখনই করতে রাজি নয় হাওয়া অফিস। এই শুষ্কতা, উষ্ণতার বাড়বাড়ন্তের মধ্যে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব দেখছেন আবহাত্তয়াবিদরা।
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 88 শতাংশ সর্বনিম্ন 27 শতাংশ। দিনের আকাশ পরিস্কার থাকছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।