kolkata

4 weeks ago

BJP candidate Dilip Ghosh in Burdwan-Durgapur:মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষা, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

BJP candidate Dilip Ghosh in Burdwan-Durgapur
BJP candidate Dilip Ghosh in Burdwan-Durgapur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। বুধবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগকারিণী দুর্গাপুরেরই বাসিন্দা। ঘটনাচক্রে, যে বর্ধমান-দুর্গাপুর আসন থেকে এ বার বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সেই অভিযোগ তুলে দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়িতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূল আইনজীবী সেলের আইনজীবীরা। পুলিশ সূত্রে খবর, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 504 এবং 509 ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই অভিযোগ করেন, "দিলীপ ঘোষ সবসময়ই কথা বলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপবাবু। মঙ্গলবার দুর্গাপুর থেকে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।" এই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও তারা আশাবাদী আইনজীবীরা। অন্য এক আইনজীবী বলেন, "আমাদের মনে হয় দিলীপ ঘোষ বারবার বিতর্কিত কথা বলেন ৷ সংশোধনের জন্য তাঁকে একবার সংশোধনাগারে পাঠানো উচিত। তিনি যদি এরপরে সংযত না-হন, তাহলে তাঁকে কী করে সংশোধনাগরে পাঠাতে হয় তা আমরা জানি।"

দিলীপ ঘোষকে মানসিক হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশের মহিলাদের কাছে আইকন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেছেন একজন সাংসদ, তা অত্যন্ত লজ্জাজনক ৷ আমরা মনে করি দিলীপ ঘোষ ভোটে জেতার অধিকার হারিয়ে ফেলেছেন। কারণ এরপর সাধারণ মানুষ ভাববেন, এই ধরনের মানুষকে যদি ভোটে জেতানো হলে মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করতে পারেন ? আমরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম।" দুর্গাপুরে প্রচারের প্রথম দিনে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে পরে অনুতাপ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করে তাঁকে শো-কজ করা হয়েছে ৷ পাশাপাশি তৃণমূলের তরফে নির্বাচনে কমিশনেও নালিশ করা হয়েছে ৷


You might also like!