Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

kolkata

3 years ago

explosive comment Saugatar : 'সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো', বিস্ফোরক মন্তব্য সৌগতর

explosive comment Saugatar
explosive comment Saugatar

 

কামারহাটি, ১৪ আগস্ট : একে একে দলের প্রথম সারির নেতাদের গ্রেফতারে আরও বেলাগাম হচ্ছেন তৃণমূল নেতারা । বিরোধীদের নিশানা করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার তিনি বলেন, ‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো।’

পার্থ চট্টোপাধ্যায়। তার পর অনুব্রত মণ্ডল। দলের দুই হেভিওয়েট নেতার গ্রেফতারি কিছুটা চাপে রাজ্যের শাসকদল। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতাও নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে শাসকদল। বিজেপি সহ বিরোধীদের পাল্টা আক্রমণ শানাচ্ছে জোড়াফুল শিবিরও। বিরোধীদের নিশানা করতে গিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক দলীয় কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, ‘যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানো হবে।’ তাঁর এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। কড়া ভাষায় পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

You might also like!