kolkata

2 weeks ago

Mamata Banerjee:একটা ভোটও অন্য কাউকে দেবেন না! ইদে মমতার বার্তা,আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইদের সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতার।

রেড রোডের মঞ্চ থেকে শুরুতেই ঐক্যের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ''সবাই একসঙ্গে থাকবে এটাই চাই। একজোট হয়ে থাকলে কেউ কাউকে আলাদা করতে পারবে না।'' এই প্রসঙ্গেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। বলেন, ''বিজেপি সবাইকে ইডি-সিবিআই দেখাচ্ছে। ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি এজেন্সিকে ভয় পাই না।'' তাঁর কথায়, ''আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।'' 

বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে বলে আগেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রেড রোডের মঞ্চ থেকেও একই কথা বললেন। মমতা জানান, বেছে বেছে সংখ্যালঘু নেতাদের ফোন করে ভয় দেখানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের চাপে রাখার চেষ্টা চলছে। বিজেপি ভোট দিলে আগামী দিলে কী হবে, তা এখন থেকেই ভাবতে বলেন মমতা। আমজনতাকে তাঁর অনুরোধ, বাংলায় অন্য কাউকে একটিও ভোট দেবেন না। 

সিএএ, এনআরসি ইস্যু নিয়ে তিনি আবার সকলকে আশ্বাস দিয়ে বলেন, বাংলায় কোনটাই মানা হবে না। এমনকী অভিন্ন দেওয়ানি বিধি আনা হলেও তা প্রত্যাখ্যান করা হবে। মমতার অভিযোগ, সিএএ মাছের মাথা হলে এনআরসি ল্যাজ। 


You might also like!