kolkata

7 months ago

DilIp Ghosh:বাঁকুড়ায় মাছ ধরে দিন শুরু করলেন দিলীপ ঘোষ,বললেন 'তৃণমূল তৃণমূলকে হারাবে'

DilIp Ghosh
DilIp Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামী শনিবার বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট, তার আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বাঁকুড়ায় এক অন্য ভূমিকায় বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বেসরকারী লজে রাত্রিবাস শেষে প্রাতঃভ্রমণ সেরে এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুর পাড়ে! ছিপ হাতে মাছ ধরতে নেমে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের ছিপে উঠল একটি চারা মাছও!

বললেন, "মীন দর্শন করেই দিনটা শুরু করলাম। বাকি ধরা তো ইতিমধ্যে হয়েই গেছে!' বোঝাতে চাইলেন, গতবারের চেয়ে এবারে বিজেপি আরও বেশি আসন পেতে পারে। দিলীপের কথায়, "বিজেপি জিতে গেছে, ৪ তারিখ শুধুমাত্র আসন গোনার কাজটা বাকি আছে!"

বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জখম আরও সাতজন। ওই প্রসঙ্গে দিলীপের অভিযোগ, "ভোট যত এগোচ্ছে ততই তৃণমূল হারছে, এটা বুঝতে পেরেই ওরা হামলা করছে। কমিশনকে বলব, আরও তৎপর হত। পাড়ায় পাড়ায় রুটমার্চ শুরু করতে।"

এই প্রসঙ্গে টেনে এনেছেন বাম জমানার প্রসঙ্গও। দিলীপের কথায়, "গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে? তাহলে তো সিপিএম  এতদিন ক্ষমতায় থাকতো!"


You might also like!