কলকাতা, ১১ এপ্রিল : রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে হিন্দু সেবা দল। শনিবার হনুমান জয়ন্তী। হিন্দু সেবা দল ওইদিন ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত রেড রোডে বসে হনুমান চালিশা পাঠ করতে চায়। কমপক্ষে ৩ হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেওয়া কথা। সেনার তরফে কর্মসূচির অনুমতি দেওয়া হয় হিন্দু সেবা দলকে। যদিও পুলিশি অনুমতি পাওয়া যায়নি। সে কারণে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় হিন্দু সেবা দল। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের। শীঘ্রই শুনানির সম্ভাবনা।