kolkata

2 weeks ago

Trinankur Bhattacharya:পাহাড়ে নিয়োগ দুর্নীতি! FIR হতেই ফুঁসে উঠলেন তৃণাঙ্কুর,কী বললেন

তৃণাঙ্কুর ভট্টাচার্য
তৃণাঙ্কুর ভট্টাচার্য

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর করেছে রাজ্য।তাতে নাম রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোরাধ্য়ায়ের। রয়েছে ঘাসফুল শিবিরের আরও একাধিক তাবড় তাবড় নেতাদের নাম।  এ ব্যাপারে পার্থ-সহ আটজনের নামে এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ।

কাকতালীয়ভাবে জেলবন্দি পার্থর পাশাপাশি পুলিশের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীর। স্বভাবতই, ভোটের মুখে পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে।

রাজ্য পুলিশ টিএমসিপি নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করতেই সক্রিয় হয়েছে বিরোধীরা। যদিও রাজ্যের দায়ের করা এফআইআর নিয়ে বিরোধীদেরই কটাক্ষ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

 তৃণাঙ্কুর বলেন, "বিরোধীরা কথায় কথায় বলেন পুলিশ শাসকের দলদাস। তাহলে অন্তত এক্ষেত্রে ওরা মানুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শাসকদলের নেতার বিরুদ্ধেও অভিযোগ এলে পদক্ষেপ করতে পিছপা হয় না। রাজ্যের পুলিশ যে নিরপেক্ষ, সেটা তো এ ঘটনা থেকেই স্পষ্ট।"

একই সঙ্গে শাসকদলের ছাত্র নেতার দাবি, "আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তবে অভিযোগ যখন উঠেছে তদন্ত হোক, আমি যেকোনও তদন্তের মুখোমুখি হতে রাজি আছি।"

তৃণাঙ্কুর আরও বললেন, "ভোটের মুখে উড়ো চিঠিকে সামনে রেখে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। তবে এভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের মনোবল ভাঙা যাবে না।"

পুলিশের দায়ের করা এফআইআরে নাম রয়েছে পাহাড়ের কংগ্রেস নেতা বিনয় তামাং, হাবড়া পুরসভার তৃৃণমূল কাউন্সিলর বুবাই বোস, স্কুল শিক্ষা দফতরের ডিআই প্রাণগোবিন্দ সরকার এবং দেবলীনা দাসেরও।

২০১৯ সালের জানুয়ারি মাসে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে  দেড় হাজার জনের বেশি শিক্ষককে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

কিন্তু সিআইডি তদন্তে বিশেষ অগ্রগতি না হওয়ায় গত মঙ্গলবারই ওই মামলায় সিবিআই তদন্তের দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ১৫ দিনের মধ্যে সিবিআই-কে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। একই সঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল আদালত।

এরপরই স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর ভুপাল চন্দ্র হালদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮ জনের নামে এফআইআর রুজু করে বিধাননগর উত্তর থানার পুলিশ।


You might also like!