দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফ্লোরিডার গর্ভনর ডিস্যান্টিসের সঙ্গে সব মতপার্থক্য দূর করে ফেললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিসের সঙ্গে গত রোববার ফ্লোরিডায় দুর্দান্ত বৈঠক করেছেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে ট্রাম্পের বিরুদ্ধে দলীয় নির্বাচনে লড়েছিলেন ডিস্যান্টিস। এরপর দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। সোমবার ট্রাম্প বলেন, তিনি ডিস্যান্টিসের অনুরোধে সম্পর্ক ঠিক করতে এ বৈঠক করেছেন। এ বৈঠকের আয়োজক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিলাসবহুল আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফ। ওয়াশিংটন পোস্ট এ তথ্য সামনে আনে।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ডিস্যান্টিস শেল বে ক্লাবে গলফ খেলতে সকালের নাশতায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি হন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান ট্রাম্প। এ বৈঠক ছিল দুজন একসঙ্গে কীভাবে কাজ করবেন, তা নিয়ে। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। তাতে ট্রাম্পকে পুরোপুরি সমর্থন দেবেন ডিস্যান্টিস।
এর আগে দলীয় নির্বাচনে ট্রাম্প ও ডিস্যান্টিস পরস্পরকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন। পরে আইওয়া প্রদেশে ‘রিপাবলিকান ককাস’–এ প্রাথমিক (প্রাইমারি) নির্বাচনে তিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে ভোটে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি (৫১) ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে (৪৫) বড় ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প (৭৭)। এরপর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ডিস্যান্টিস ট্রাম্পকে সমর্থনের কথা বলেন।