kolkata

1 week ago

Kolkata Municipality :১ অগস্ট থেকে নতুন নিয়মে কলকাতা পুরসভায় বকেয়া সম্পত্তিকর আদায়

Kolkata Municipality
Kolkata Municipality

 

কলকাতা  : আগামী ১ আগস্ট থেকে নতুন নিয়মে বকেয়া সম্পত্তিকর আদায় করা হবে। বর্তমানে যে বড় অংশের ছাড় দিয়ে বকেয়া কর মেটানো যেত, সেই পদ্ধতি উঠে গিয়ে নতুন নিয়মে কর মেটাতে হবে কলকাতা পুর এলাকার বাসিন্দাদের।

পুরসভা সূত্রের খবর, নতুন নিয়মে ঠিক হয়েছে, কর যত দিন বকেয়া রয়েছে, সুদ ও জরিমানার ওপর ছাড় তত কম হবে। দুই বছর বা তার কম সময়ে বাকি থাকা বকেয়া মেটালে জরিমানার উপর ৯৯ শতাংশ ও সুদের ওপর ৫০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে।

২-৫ বছরের মধ্যে সম্পত্তিকর বকেয়া থাকলে জরিমানার উপর ৭৫ শতাংশ এবং সুদের ওপর ৪৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। ৫-১০ বছর কর বকেয়া থাকলে জরিমানার উপর ৫০ শতাংশ এবং সুদের উপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১০ বছর বা তার বেশি সময় কর বকেয়া থাকলে জরিমানার পরিমাণ ২৫ শতাংশ এবং সুদের পরিমাণে ৩৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

তবে জুলাই মাসের মধ্যে যাঁরা বকেয়া কর মেটানোর জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন করবেন , তাঁদের আগের নিয়ম মেনেই ছাড় দেওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু এই পদ্ধতি মাত্র দু’মাসের জন্য চালু থাকবে। চলতি জুন এবং জুলাই মাসে আবেদনকারীরা এই সুযোগ পেতে পারবেন বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর।

পুরনো নিয়মে সম্পত্তি করে বকেয়ায় ছাড় থাকা সত্ত্বেও আশানুরূপ ফল না মেলায় বাধ্য হয়ে নতুন নিয়ম চালু করে রাজস্ব বৃদ্ধি করার কৌশল নেওয়া হয়েছে, এমনটাই মত কলকাতা পুরসভার আধিকারিকদের একাংশের।

You might also like!