kolkata

10 months ago

Kolkata Metro: মেট্রোর পার্পল লাইন পরিদর্শনে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ!

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ এলেন মেট্রোর পার্পল লাইনের পরিদর্শনে। রবিবার এই লাইনের সদ্য সমাপ্ত স্টেশন মাঝেরহাট পরিদর্শন করেন তিনি। এরই সঙ্গে তারাতলা স্টেশন থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত অংশটি ট্রলিতে চেপে ঘুরে দেখেন। কলকাতা মেট্রোর পার্পল লাইনের ট্রেন তারাতলা ছাড়িয়ে মাঝেরহাট পর্যন্ত যাত্রীপরিবহণ শুরু করতে পারবে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই। সেই অনুমোদন দেওয়ার আগে চিফ কমিশনার রবিবার এই অংশের পরিদর্শনে এসেছিলেন। এদিন সকালে তিনি মাঝেরহাট স্টেশনের প্রবেশ ও প্রস্থানের পথ, অটোম্যাটিক ফেয়ার কালেকশন গেট, এসক্যালেটর, লিফট, অগ্নি-প্রতিরোধী ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো পরীক্ষা করে দেখেন।

এ ছাড়াও তিনি জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে রেকের গতি পরীক্ষা করেন। তাঁর উপস্থিতিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরিদর্শনের সময়ে চিফ কমিশনারের সঙ্গে ছিলেন কলকাতা মেট্রো এবং নির্মাণকারী সংস্থার পদস্থ আধিকারিকরা।

You might also like!