Country

7 hours ago

Sukanta Majumdar: দেশে ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে, গত ১০ বছরে ১২টি বন্ধ হয়েছে : সুকান্ত মজুমদার

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

দুরন্ত  বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং গত ১০ বছরে ১২টি বন্ধ হয়েছে।  লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতারণামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, গত দশ বছরে ১২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে। সুকান্ত মজুমদার বলেন, ইউজিসি প্রতি বছর শিক্ষাবর্ষের আগে ভুয়ো বিশ্ববিদ্যালয় ও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। তিনি বলেন, এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারও সময়ে সময়ে রাজ্য সরকারকে ভুয়ো বিশ্ববিদ্যালয় নিয়ে চিঠি দেয়।


You might also like!