kolkata

2 weeks ago

Sheikh Shahjahan News:সন্দেশখালিতে CBI,সন্দেশখালি ইস্যুতে মন্তব্য শাহাজাহানের ‘সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে’

Sheikh Shahjahan
Sheikh Shahjahan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালিকাণ্ডে সিবিআই এবং ইডির তদন্তে ভাল ফল মিলবে বলেই মত ধৃত শাহজাহান শেখের।  বুধবার থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের রায় নিয়ে তৃণমূল সমালোচনা করলেও সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান হাইকোর্টের রায়েই ভরসা রাখলেন। তিনি সিবিআই তদন্তের নির্দেশে খুশি। 

বৃহস্পতিবার ইডির দফতর থেকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য বের করা হয়েছিল শেখ শাহাজাহানকে। সেই সময়ই সংবাদমাধ্যমে ইডি-সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। শাহজাহান বলেন, ''সিবিআই তদন্ত হলে খুব ভাল হবে।'' ইতিমধ্যেই এই মামলায় ইডি তদন্ত করছে। সে নিয়েও সন্দেশখালির 'মুকুটহীন বাদশা'র মন্তব্য, সবটাই ভাল হবে। 

সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। একই সঙ্গে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা নিয়ে অভিযোগ জমা নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সিবিআই-র তরফে একটি পোর্টাল খুলতে হবে। সেখানেই সন্দেশখালির গ্রামবাসীরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ আসায় বিন্দুমাত্র সন্তুষ্ট হয়নি তৃণমূল শিবির। বুধবারই সাংবাদিক বৈঠক করে কার্যত বিচার ব্যবস্থার সমালোচনা করেন কুণাল ঘোষ। 

বিচারব্যবস্থা এবং বিচারপতিদের প্রতি ‘সম্পূর্ণ আস্থা’ রেখেই এই রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, কোনও সরকার বিরোধী কড়া নির্দেশ এলেই মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলে গেছেন, কিন্তু কয়েকটি ছায়া রেখে গেছেন! আদালতের মধ্যে সরকার বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি পন্থী মনোভাব কাজ করছে। দাবি করেন তিনি। 


You might also like!