দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাওড়া পুরসভার বিধি তৈরি করতে কলকাতা পুরসভার বিধির অনুসরণে আজ মঙ্গলবার রাজ্য সরকার পেশ করতে চলেছে ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ড) বিল ২০২৪’। এই বিলে রাজ্য সরকার মূলত কলকাতা পুরসভার বিধির ধাঁচেই হাওড়া পুরসভার বিধি তৈরি করতে উদগ্রীব। কলকাতা পুরসভার ক্ষেত্রে কোনও নির্মাণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ছাড়পত্রের পর কলকাতার পুরকমিশনার নির্দেশিকা জারি করেন।
এতদিন এই ক্ষমতা পুরোপুরি কমিশনারে হাতেই ছিল। এই সংশোধনী বিলের মাধ্যমে পুরসভার বিভিন্ন বিভাগকে কলকাতা পুরসভার ধাঁচে নির্মাণ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। কেন এই বিল রাজ্যের পুর দপ্তর তৈরি করেছে, তার বিশদ ব্যাখ্যা অবশ্য বিলে দেওয়া হয়নি। এই বিলের উপরে বিতর্কের জবাবি ভাষণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ব্যাখ্যা দেবেন বলে তৃণমূলের পরিষদীয় নেতৃত্বের বক্তব্য।