কলকাতা, ২১ আগস্ট : কলকাতায় অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে আনন্দপুর এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টা নাগাদ আনন্দপুরের নোনাডাঙা এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই মহিলার দেহ দেখতে পান দেহ। পুলিশ জানিয়েছে, ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মহিলার নিথর দেহ। ওই মহিলার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। মৃতার পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই মহিলা স্থানীয় নন। মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।