Breaking News

 

kolkata

2 weeks ago

RAMNAVAMI RALLY:রামনবমী অশান্তিতে পরিণত না হয় কমিশনে বুদ্ধিজীবীদের একাংশ

RAMNAVAMI RALLY
RAMNAVAMI RALLY

 

কলকাতা  : প্রভু রামের নামে মিছিল। কিন্তু তার নামে দেওয়া হচ্ছে উস্কানিমূলক মন্তব্য। অভিযোগ জানাতে বুদ্ধিজীবীদের একাংশ গেলেন কমিশনে। অশান্তির আশঙ্কায় লিখিত অভিযোগ জমা দিলেন কমিশনে। সুদেষ্ণা রায় ও প্রসূন ভৌমিকের নেতৃত্বে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে এই চিঠি জমা দেন তারা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদেষ্ণা রায় বলেন, ''অমরা বলেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। যারা উস্কানিমূলক বক্তব্যে রাখছেন তাদের উপরে নজর রাখতে। আমরা কোনো রাজনীতিক দলের পক্ষ থেকে আসেনি। আমরা আগেই মহরম এই ধরেনের চিঠি দিয়েছি। আমরা বলতে এসেছি যে এমন কোনো অস্ত্র যাতে মিছিলে না নিয়ে আসেন সেটা যাতে দেখা হয়। এছাড়াও আমরা পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করার দাবির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগানো মিছিলের উপরে নজরদারি চালানর দাবি করেছি। বিশেষ করে রাম নবমীর সময় অস্ত্র নিয়ে মিছিলে দেখেছি।এবার যাতে শান্তিপূর্ন ভাবে রাম নবমী মিছিলের আয়োজন করা হয় তার দাবি জানিয়েছি। এছাড়া এই ধরনের মিছিল থেকে কোনো বক্তব্য না রাখা হয় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। একাধিক বুদ্ধিজীবী এই চিঠির সমর্থন জানিয়েছেন। সবাই বিভিন্ন ফ্রন্টে কাজ করেন। কিন্তু কোনো রাজনীতিক দলের সঙ্গে তারা কেউ যুক্ত নেই।''

You might also like!