kolkata

1 year ago

Local Train Service : সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Local Train Service
Local Train Service

 

কলকাতা, ২৪ মার্চ : ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। সপ্তাহান্তে শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, রক্ষাণাবেক্ষণের কাজ চলবে ইছাপুর ও নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে।

এর আগে ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদায়। শিয়ালদা মেন শাখায় বাতিল ছিল ২৬ জোড়া ট্রেন। নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় দুর্ভোগ বাড়ে নিত্যযাত্রীদের। এবার ফের দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। যদিও সপ্তাহ শেষে অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে। তবে নানা প্রয়োজনে অনেকেই ট্রেন ধরতে হয়। সে কারণে ট্রেন বাতিলের খবরে চিন্তা বাড়ছে আমজনতার।

২৫ তারিখ শনিবার রাত ১০ থেকে ২৬ তারিখ রবিবার রাত ৯টা পর্যন্ত কাজ চলবে। সে কারণেই শিয়ালদা-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদা -শান্তিপুর রুটে তিন জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে শনিবার।

বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। বাতিল একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে এবং দমদম জং-ব্যারাকপুর লোকাল। একইসঙ্গে রবিবার তিনজোড়া লোকাল ঘুরপথে চলবে ব্যারাকপুর থেকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন।


You might also like!