Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Jharkhand

2 years ago

Kargil warriors: কারগিল যোদ্ধাদের জন্য থিয়েটারে প্রতিধ্বনিত হল "বীর জওয়ান"

salute to Kargil warriors
salute to Kargil warriors

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাঁচি মেট্রোপলিটন এবং ঝাড়খণ্ডের বিখ্যাত নাট্য প্রতিষ্ঠান কার্গিল বিজয় দিবসে ভারতীয় জনতা যুব মোর্চা আর্ট অ্যান্ড স্পোর্টস সেল দ্বারা আয়োজিত ১৫ দিনের কর্মশালার সময়, কার্গিল বিজয় দিবসে "শাহাদত কো সালাম" অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই উপলক্ষে, নাট্যলয়ের তরুণ শিল্পীরা কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শহীদদের স্মরণে একটি নাটকও মঞ্চস্থ হয়।এসময় দেশাত্মবোধক গানও ধ্বনিত হয়।তরুণ শিল্পীরা বলেন, সীমান্তে সৈন্যরা জেগে থাকেন আমরা আমাদের ঘরে শান্তিতে ঘুমাই।

এ উপলক্ষে তরুণ শিল্পীরা হাতে তেরঙা পতাকা নিয়ে জাতি গঠনে শহীদদের অবদানের ওপর আলোচনা সভার আয়োজন করেন, এবং কার্গিল বিজয় দিবসে শহিদ হওয়া বীর সেনাদেরও স্মরণ করা হয়।

You might also like!