Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Jharkhand

1 year ago

Jhargram MP Kunar Hembram left BJP:বিজেপি ছেড়ে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম

Jhargram MP Kunar Hembram left BJP
Jhargram MP Kunar Hembram left BJP

 

ঝাড়গ্রাম, ৯ মার্চ : রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগের রাতে নতুন সঙ্কট তৈরি হল বিজেপিতে। দল ছেড়ে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম।

শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন। তাঁর দলত্যাগের ফলে ঝাড়গ্রামের মতো ‘শক্ত ঘাঁটিতেও’ পদ্ম শিবিরে সঙ্কট দেখা দিয়েছে বলে মত অনেকের। ওই কেন্দ্র থেকে এ বার কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

বিজেপি সূত্রে দাবি, ঝাড়গ্রামে এ বার টিকিট পেতেন না কুনার। ওই কেন্দ্রে অন্য প্রার্থীর খোঁজ চলছিলই। উঠে আসছিল একাধিক নাম। তবে এখনও ঝাড়গ্রামের প্রার্থী হিসাবে কারও নাম চূড়ান্ত করা যায়নি বলে খবর বিজেপি সূত্রে।

আচমকা লোকসভা নির্বাচনের মুখে কেন দল ছাড়লেন কুনার, সে কারণ অবশ্য স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। বলে রাখা ভালো, গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলেরই আশা বিজেপির। প্রথম দফার তালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে পদ্মশিবির। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম কেন্দ্রে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

কিছু দিন আগে দলের এক বিধায়ককেও হারিয়েছে বিজেপি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে। বিধায়কের সেই ‘বিয়োগ-বেদনা’ কাটতে না কাটতে এ বার সাংসদও দল ছাড়লেন।

You might also like!