ঝাড়গ্রাম, ৯ মার্চ : রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগের রাতে নতুন সঙ্কট তৈরি হল বিজেপিতে। দল ছেড়ে দিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম।
শুক্রবার রাতে দল ছাড়ার কথা জানিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছেন। তাঁর দলত্যাগের ফলে ঝাড়গ্রামের মতো ‘শক্ত ঘাঁটিতেও’ পদ্ম শিবিরে সঙ্কট দেখা দিয়েছে বলে মত অনেকের। ওই কেন্দ্র থেকে এ বার কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
বিজেপি সূত্রে দাবি, ঝাড়গ্রামে এ বার টিকিট পেতেন না কুনার। ওই কেন্দ্রে অন্য প্রার্থীর খোঁজ চলছিলই। উঠে আসছিল একাধিক নাম। তবে এখনও ঝাড়গ্রামের প্রার্থী হিসাবে কারও নাম চূড়ান্ত করা যায়নি বলে খবর বিজেপি সূত্রে।
আচমকা লোকসভা নির্বাচনের মুখে কেন দল ছাড়লেন কুনার, সে কারণ অবশ্য স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। বলে রাখা ভালো, গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গলমহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলেরই আশা বিজেপির। প্রথম দফার তালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে পদ্মশিবির। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম কেন্দ্রে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
কিছু দিন আগে দলের এক বিধায়ককেও হারিয়েছে বিজেপি। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে। বিধায়কের সেই ‘বিয়োগ-বেদনা’ কাটতে না কাটতে এ বার সাংসদও দল ছাড়লেন।