Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Jharkhand

2 years ago

Jharkhand :ঝাড়খণ্ডের রাঁচিতে ২০ নভেম্বর গোপাষ্টমী মহোৎসব

Gopastami Mohotsav on November 20 in Ranchi, Jharkhand
Gopastami Mohotsav on November 20 in Ranchi, Jharkhand

 

রাঁচি, ৩ নভেম্বর  : ঝাড়খণ্ডের রাঁচিতে ২০ নভেম্বর পালিত হবে গোপাষ্টমী মহোৎসব। গৌশালা ট্রাস্টের চেয়ারম্যান পুনীত পোদ্দার শুক্রবার একথা জানান। এই মহোৎসব উপলক্ষ্যে সেদিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

২০ নভেম্বর রাঁচির হারমু রোডের গোশালা ট্রাস্টের গোপাষ্টমী আয়োজক কমিটি ১১৯তম গোপাষ্টমী মহোৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করবে। গৌশালা ট্রাস্টের চেয়ারম্যান পুনীত পোদ্দার শুক্রবার জানান, ২০ নভেম্বর সন্ধ্যায় ‘গৌশালা’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সংগীতশিল্পী অনুরাধা পড়োওয়াল ও কবিতা পড়োওয়াল। সেই অনুষ্ঠানে যোগ দিতে বৃন্দাবন থেকে একটি বিশেষ নৃত্যনাট্য দলও আসবে। এছাড়াও ২০ নভেম্বর রাঁচির বিভিন্ন স্থানে তুলা দান, গণেশ পুজো, গোমাতা পুজো, শোভাযাত্রা, ঝুলন মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।


You might also like!