International

10 months ago

Donald Trump: রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদপ্রার্থী খোঁজার পর্ব শুরু, আইওয়া ককাসে সহজেই জিতলেন ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ১৬ জানুয়ারি : আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়া ককাসে জয় দিয়ে শুরু করলেন তাঁর পুনরায় যাত্রা। উল্লেখ্য, এই ককাসের ভোটের মধ্য দিয়ে রিপাবলিকানদের রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই পর্ব শুরু হয়। আর তাতেই সকলকে পিছনে ফেলে দিয়ে ট্রাম্প গেলেন এগিয়ে। পিছনে পড়ে রইলেন নিকি হ্যালের মতো প্রার্থীরাও।

দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পথে প্রথম ‘বাধা’ পেরোলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (স্থানীয় সময় অনুযায়ী) মধ্য-পশ্চিম আমেরিকার আইওয়া প্রদেশে ‘রিপাবলিকান ককাস’-এ প্রাথমিক (প্রাইমারি) নির্বাচনে তিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে ভোট হয়। প্রাথমিক গণনায় দেখা যায়, বাকি দুই দলীয় প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে, আইওয়ায় রিপাবলিকান পদপ্রার্থীদের তুলনায় ট্রাম্পের এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। শেষমেশ সহজেই জিতে যান ট্রাম্প।


You might also like!