International

2 years ago

Fumio Kishida: ভারতে সফরে ফুচকা খেয়ে লোভ সামলাতে পারছেন না জাপানের প্রধানমন্ত্রী

Fumio Kishida
Fumio Kishida

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাঙালি হোক বা অবাঙালি ফুচকা পছন্দ করে না এমন লোক বোধ হয় ভূ-ভারতে নেই। শুধু নয় মনের খিদের ও অবসান করে ফুচকা। দেশের মানুষ তো বরাবরই ফুচকা প্রেমী, তবে এবার সেই ফুচকায় মজেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দু’দিনের ভারত সফরে এসে ভারতীয় খাবার চেখে দেখেন তিনি। এর মধ্যে ভাইরাল হয়েছে তাঁর ফুচকা খাওয়ার একটি ভিডিয়ো। সেই ভিডিও শেয়ার করে নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেম ইম্মা অ্যালং বলেছেন, জাপানের প্রধানমন্ত্রীও ফুচকার লোভ সামলাতে পারছেন না।

সোমবার ভারত সফরে আসেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। তারপরেই দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে উপস্থিত হন দুই রাষ্ট্রপ্রধান। সেখানেই ভারতীয় খাবারের স্বাদ নেন তিনি। খাবারের তালিকায় ছিল ফুচকা, আম পান্না, লস্যির মতো বিভিন্ন ধরনের পদ। 

এই ভোজনে জাপানের রাষ্ট্রপ্রধানকে লস্যি বানাতেও দেখা যায়। তবে তার ফুচকা খাওয়ার ভিডিয়োটি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, টকজল দিয়ে তিনটি ফুচকা খেলেন জাপানের প্রধানমন্ত্রী। বেশ ভাল লেগেছে ভারতীয় খাবার, বুঝতে পেরে এবার শুকনো ফুচকা দিতে বলেন মোদি। খাওয়া শেষ করে জাপানি প্রধানমন্ত্রীর মুখে ফুটে ওঠে পরিতৃপ্তির হাসি। 


You might also like!