ওয়াশিংটন, ২২ মার্চ: আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপিএ) নেতৃত্বে ২৫ মার্চ শিকাগো থেকে রাম মন্দির রথযাত্রা শুরু হবে। যাত্রাটি ৬০ দিনে ৮,০০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করবে এবং ৪৮ টি রাজ্যের ৮৫১ মন্দির পরিদর্শন করবে। ভিএইচপিএ–র সাধারণ সম্পাদক অমিতাভ মিত্তল জানিয়েছেন, টয়োটা সিয়েনা ভ্যানের উপর তৈরি রথে ভগবান রাম, দেবী সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি থাকবে। অযোধ্যার রাম মন্দির থেকে বিশেষ প্রসাদম ও পবিত্র কলস তাঁর সঙ্গে নিয়ে যাওয়া হবে।
তিনি জানান, কানাডায় রথযাত্রা বের করা হবে। এটি কানাড়ার ১৫০টিরও বেশি মন্দির ভ্রমণ করবে। এর আয়োজন করেছে কানাডার বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দু টেম্পল এমপাওয়ারমেন্ট কাউন্সিলের (এইচএমইসি) তেজল শাহ বলেন, এর মূল উদ্দেশ্য হল মানুষকে হিন্দু ধর্ম সম্পর্কে সচেতন ও শিক্ষিত করে ক্ষমতায়ন করা। আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিত্তাল জানিয়েছেন, হনুমান জয়ন্তী উপলক্ষে যাত্রা শেষ হবে ২৩ এপ্রিল।