International

2 days ago

International News: তিন হাজার বছর পর জেগে উঠল মমি, অস্পষ্ট শব্দে বিজ্ঞানীদের জানাল শেষ ইচ্ছা!

Talking Mommy
Talking Mommy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রায় তিন হাজার বছর আগে মৃত্যু হয়েছিল মিশরের প্রাচীন শহর থিবসের কারনাকে আমান দেবতার মন্দিরের পুরোহিত নেসিয়ামানের। ওই মন্দিরেই তাঁর মৃত্যু হয়। ইতিহাসবিদেরা জানিয়েছেন, শেষ জীবনে মুখে সংক্রমণ হয়ে গিয়েছিল তাঁর। সংক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে, দাঁত, মাড়ি ক্ষয়ে যেতে শুরু করেছিল। এই সংক্রমণ থেকেই সারা দেহে মারাত্মক আলার্জি হয়ে যায়। মাত্র ৫০ বছর বয়সে তিনি মারা যান।

এত বছর ধরে মমি হয়েই ছিলেন তিনি। অবশেষে বিজ্ঞানীদের প্রচেষ্টায় জীবনের শেষ ইচ্ছার কথা জানালেন পুরোহিত। তাঁর কণ্ঠ খুব ক্ষীণ এবং অস্পষ্ট হওয়ায় শেষ ইচ্ছার কথা বিজ্ঞানীরা এখনও ভাল করে বুঝতে পারেননি। তবে তিনি যে কিছু শব্দ উচ্চারণ করেছেন তা স্পষ্ট শুনেছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুকালে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন, তা সম্পূর্ণ বাক্যের মাধ্যমে উদ্ধার করতে পারবেন তাঁরা। 

You might also like!