Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

International

10 months ago

More Afghans have sought asylum in the EU:ইইউতে আশ্রয় চেয়েছে ৯ হাজারের বেশি আফগান

More Afghans have sought asylum in the EU
More Afghans have sought asylum in the EU

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআফগানিস্তান থেকে ইউরোপে অভিবাসীদের স্রোত দিন দিন যেন বাড়ছেই। এই ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারি মাসে ৯ হাজারের বেশি আফগান ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান সেনসাস ব্যুরো (ইসিবি)।

সংস্থাটি বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইইউর দেশগুলোতে আফগান অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি দেখা গেছে। এর আগে কখনোই আশ্রয় চেয়ে এক মাসে এতসংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আবেদন জমা পড়েনি।

গত বৃহস্পতিবার অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসিবি। বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী ইইউভুক্ত দেশগুলোয় আশ্রয় চেয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭০।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইইউভুক্ত দেশগুলোয় সবচেয়ে বেশি আশ্রয় চেয়ে আবেদন করেছেন আফগানিস্তান ও সিরিয়ার নাগরিকেরা। এ ছাড়া আবেদন করা অভিবাসনপ্রত্যাশীদের ৭৭ শতাংশ স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন। গত ফেব্রুয়ারিতে শুধু জার্মানি ২৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আশ্রয় দিয়েছে।

সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এ কারণে দেশটি থেকে বহু অভিবাসনপ্রত্যাশী পশ্চিমা দেশগুলোয় পাড়ি জমিয়েছেন। এ ছাড়া তালেবানের ক্ষমতায় ফিরে আসায় আফগানিস্তান থেকে দেশ ছেড়েছেন অনেকেই। তাঁদের অনেকের গন্তব্য ইউরোপের দেশগুলো।


You might also like!