Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

International

1 year ago

Hindu temple in Pakistan: পাকিস্তানের মাটিতে হিন্দু মন্দির! বিশ্বের অন্যতম প্রাচীন মহাদেব মন্দিরের নাম কি জানেন?

Hindu temple in Pakistan
Hindu temple in Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  জনশ্রুতি যে এই মন্দিটিতে এসেছিলেন পণ্ডিবেরা। এই মন্দিরটির বয়স প্রায় ৫ হাজার বছর। সিন্ধু সভ্যতার যুগের এই মন্দিরটি পাকিস্তানের চকওয়াল জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে, এই মন্দিরটি নাকি মহাভারতের আমলে তৈরি। ভক্তদের কাছে এই মন্দির কটাসরাজ মন্দির নামে খ্যাত। 

মন্দির কমপ্লেক্সে রয়েছে এই কমপ্লেক্সে সাত বা ততোধিক মন্দির রয়েছে। এই সাত মন্দির একত্রে সাতগ্রহ নামেও পরিচিত। মহাভারতে এই মন্দিরের বর্ণনা রয়েছে। মন্দিরে নাকি সতীর বিরহে আজও কেঁদে বেড়ান দেবাদিদেব মহাদেব। 

এই মন্দির নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত। তার মধ্যে একটি বিশেষ কাহিনী হলো,ধর্মপ্রাণদের বিশ্বাস, যেই জলাশয়ের চারপাশে কটাসরাজ মন্দির নির্মাণ করা হয়েছিল সেটি নাকি ভগবান শিবের চোখের জলে ভরা। কটাস শব্দের অর্থ চোখের জল। কথিত আছে, দেবাদিদেব মহাদেব তাঁর স্ত্রী সতীর সঙ্গে এখানে বাস করতেন। সতীর দেহত্যাগের পর শোকাহত শিব তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি এত কাঁদেন যে, তাঁর কান্না থেকে দুটি জলাশয় তৈরি হয়। একটি পাকিস্তানের কটারাসরাজে আর অন্যটি রাজস্থানের পুষ্করে। মন্দিরে অবস্থিত এই জলাশয়টিকে কটাক্ষ কুণ্ড নামেও ডাকা হয়। জলাশয় এবং মন্দিরের মানটি আজও মহাদেবের মনের কষ্ট প্রকাশ করে। 

You might also like!