কলকাতা, ৯ জুলাই : বেলঘরিয়া, দুর্গাপুর রেলস্টেশনে ট্রেন আটকানোর চেষ্টা করলেন বনধ সমর্থকেরা। বুধবার সকাল সাড়ে ৮টার পর সাময়িক ভাবে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। শিয়ালদহের দক্ষিণ শাখায় যাদবপুর স্টেশনেও ধর্মঘটীরা ট্রেন আটকানোর চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। হলদিয়ার হাতিবেড়িয়ায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা, আটকে যায় সকালের ট্রেন। এদিকে, ভারত বনধের প্রতিবাদে জলপাইগুড়িতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এক মহিলা বলেন, "আমি স্কুলে কাজ করি এবং এখন সেখানে যাচ্ছি। স্কুল বন্ধ, কিন্তু রাজ্য বাস চলবে। আমি কেবল এই বিশ্বাস করেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। পুলিশ এখানে আছে, আর সবাই দেখছে।" কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কোচবিহারের। বেসরকারি বাসগুলি রাস্তায় ছিল না, অন্যদিকে এনবিএসটিসি বাসগুলি স্বাভাবিকভাবেই চলাচল করেছে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে সরকারি বাস টার্মিনাসে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছিল।