দুরন্ত বার্তা
ডিজিটাল ডেস্কঃ- আমাদের ভূত চতুর্দশীর মতো বিশ্বের বেশ কিছু দেশে পালিত হয় হ্যালোইন
ইভ। মূলত আমেরিকা, ইউরোপের কিছু মানুষ ও চিনের কিছু মানুষ এই উৎসব পালন করেন। এই উৎসব
নিয়ে আছে নানা গল্পকথা। এদিন সেখানকার মানুষেরা ভুতুড়ে পোশাক পরেন। তবে নিশ্চয়ই আপনাদের
জানতে ইচ্ছা করছে কেন পালন করা হয় এই বিশেষ দিনটি? এই দিনটির কী গুরুত্ব রয়েছে? প্রায়
দুই হাজার বছর আগে উত্তর ফ্রান্স, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বাসিন্দারা নভেম্বরের
প্রথম দিনটিকে পালন করতেন নববর্ষ হিসেবে। আর অক্টোবর মাসের ৩১ তারিখের রাতটিকে সব থেকে
অশুভ রাত বলে তারা মনে করতেন। তাই তারা অক্টোবরের শেষ রাতে অতৃপ্ত আত্মারা মর্তে ফিরে
আসে এবং ওই দিনই হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে ঘুরে বেড়ায় বলেই তারা মনে করেন।
তাই এই ডাইনিরা মানুষের ক্ষতি করতে পারে। তাই এই বিশেষ দিনে রাতে তারা বিভিন্ন রকমের
ভুতুড়ে পোশাক ও মুখোশ কাপড় পরে কাটাতেন। একে যদি কুসংস্কার বলি, তাহলে দু'হাজার বছর
ইউরোপের কিছু মানুষ এই উৎসব পালন করছে।
এই হ্যালোইন শব্দটির অর্থ হল পবিত্রতা। এই বিশেষ
দিনটি অনেকের কাছে অল হ্যালোস ডে ফিস্ট অফ অল সেন্টস ডে নামে পরিচিত। আবার অনেক বিদেশীরা
কিন্তু পূর্বপুরুষের আত্মার শান্তি কামনাতেও এই দিনটি পালন করেন। বিশেষত এই দিনটিতে
খ্রিস্টানরা পূর্বপুরুষকে স্মরণ করার জন্য উদযাপন করে থাকেন। এই দিনেই পরিবারের
মৃত ব্যক্তিদের নানান রকম ফুল, পছন্দের খাবার দেওয়া হয়। এই উৎসব কিন্তু চীনেও কিন্তু
পালন করা হয়। এই উৎসব হাংরি ঘোস্ট নামে পরিচিত। আর এই বিশেষ দিনে স্কুল, কলেজ কিন্তু ছুটি থাকে।