International

1 year ago

Democrats : জর্জিয়ায় জয়, মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

Democrats won in Georgia
Democrats won in Georgia

 

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর  : জর্জিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক। এই জয়ের মাধ্যমে মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা।

এই জয়ের ফলে কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়ন করা সহজ হয়ে যাবে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। আগে থেকেই ডেমোক্র্যাটরা সিনেটে বেশি সংখ্যক আসন পেয়েছে। তবে জর্জিয়ায় জয়ে বাড়তি একটি আসন পাচ্ছে বাইডেনের দল।

মার্কিন সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এরমধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে মোট ৫১টি আসন। রিপাবলিকানদের হাতে ৪৯টি। যদি নির্বাচনে উভয় দল সমান সংখ্যক আসন পেত, তাহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি ভোট দিয়ে যেকোনো পক্ষকে জিতিয়ে দিতে পারতেন। তবে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কমলা হ্যারিসকে সেই কাজটি আর করতে হয়নি।সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে সহজেই ফেডারেল বিচারপতির মনোনয়নের বিষয়টি অনুমোদন করতে পারবে ডেমোক্র্যাটরা।

You might also like!