International

10 months ago

Russo-Ukraine war:রুশ সীমান্তে লাগাতার ইউক্রেনীয় হামলা

Russo-Ukraine war
Russo-Ukraine war

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রুশ-ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত পৃথিবী। মৃত্যু ও রক্তক্ষয় অব্যাহত। ইউক্রেন গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কথা জানিয়েছেন গ্ল্যাডকভ। রাশিয়ার দক্ষিণের এ শহরটিতে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন এ কর্মকর্তা। ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, অঞ্চলটির পাঁচটি এলাকায় লাগাতার ড্রোন, মর্টার ও কামান হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। গত দুদিনে কোজিনকা গ্রামে হামলা হয়েছে প্রায় ১৩০ বার। এই হামলায় মৃতের সংখ্যা এখনও জানা নাই নি। তবে একটা ধ্বংস্তুপে পরিণত হচ্ছে এই অঞ্চল।

  ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ আরো বলেন,মস্কোর বিরুদ্ধে পাল্টা হামলার কথা দীর্ঘদিন ধরেই বলছে কিয়েভ। এমন অবস্থাতেই বেলগোরোদে লাগাতার হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে এসব হামলায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির গ্রাইভোরোন জেলা। জেলাটি থেকে রুশ সেনারা ইউক্রেনের এসব হামলা প্রতিহত করে আসছেন। কোজিনকা গ্রামের রাস্তাসহ বেশ কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও জানান গ্ল্যাডকভ। 

সম্প্রতি মস্কো হুমকি দিয়ে বলেছিল, রুশ ভূখণ্ডে হামলা হলে তার ‘কঠিন জবাব’ দেওয়া হবে।

You might also like!