Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 year ago

NBSTC new package tour : সবুজের পথে হাতছানি, এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু প্যাকেজ ট্যুর

'Sabujer Pathe Hatachani' (symbolic picture)
'Sabujer Pathe Hatachani' (symbolic picture)

 

জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : দীর্ঘদিন বন্ধ থাকার পর এন.বি.এস.টি.সি-র জলপাইগুড়ি ডিপো থেকে ফের চালু হল প্যাকেজ ট্যুর। ‘সবুজের পথে হাতছানি’ নামে এই ট্যুরে শনিবার সকালে রওনা হলেন ২০ জন পর্যটক। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ, গজলডোবা, ওদলাবাড়ি, ডামডিম হয়ে বাসটি যাবে লাভা। সেখান থেকে ডেলো ঘুরে আবার লাভাতে এসে রাত্রিবাস। আগামীকাল রিশপ, সাঙ্গেখোলা হয়ে জলপাইগুড়িতে ফেরত। খাওয়া দাওয়া, থাকা পিছু জনপ্রতি খরচ ধরা হয়েছে, আড়াই হাজার টাকা। এনবিএসটিসির ডিপো ইনচার্জ দীপক রাহা জানিয়েছেন, গত মার্চ মাসের পর এই প্রথম প্যাকেজ ট্যুর আবার শুরু করা হল। এই প্যাকেজ ট্যুর শুরু হওয়ায় পর্যটকরাও খুশি।

You might also like!