West Bengal

7 months ago

Shahjahan Investigation: শাহজাহান তদন্ত, সিবিআই দফতরে ইডির ডেপুটি ডিরেক্টর

Nizam Palace (File Picture)
Nizam Palace (File Picture)

 

কলকাতা, ৭ মার্চ: নিজাম প্যালেসের সিবিআই দফতরে গেলেন ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশখালিতে ‘আক্রান্ত’ হয়েছিলেন ইডি আধিকারিকেরা। এই হামলায় অভিযোগের আঙুল উঠেছিল শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধে। ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে মূল অভিযোগকারী ছিলেন ইডির এই শীর্ষ পদাধিকারী।

সন্দেশখালির ঘটনার তদন্তে রাজ্য পুলিশ গৌরবের বয়ান নথিভুক্ত করতে কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে গিয়েছিল। কিন্তু তিনি জানান যে ব্যস্ত রয়েছেন। তাঁকে দু’বার তলব করেছিল সিআইডি-ও। সেই গৌরবই বৃহস্পতিবার সকালে কলকাতার সিবিআই দফতরে গেলেন।

ঘটনাচক্রে, আদালতের নির্দেশে সন্দেশখালির ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। দু’দিনের টালবাহানার পরে বুধবার সন্ধ্যাতেই শাহজাহানকে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছে সিবিআই। ৫৫ দিন ধরে ‘নিখোঁজ’ থাকা নেতার বর্তমান বাসস্থান কলকাতার সিবিআই দফতর। এই আবহে সন্দেশখালির ঘটনার অভিযোগকারী তথা ইডির ডেপুটি ডিরেক্টরের সিবিআই দফতরে যাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

You might also like!