Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

West Bengal

9 months ago

Tathagata Mukhopadhyay: উটকে বন্ধনমুক্ত করে বাহবা কুড়োলেন অভিনেতা তথাগত

Actor Tathagata untied the camel and picked it up
Actor Tathagata untied the camel and picked it up

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  হাইকোর্টের নির্দেশে বন্ধনমুক্ত হয়েছে একটি পূজামণ্ডপে রাখা উট। সেটিকে মুক্ত করার লড়াই এবং সচিত্র খবর সামাজিক মাধ্যমে ভাগ করে বাহবা কুড়োলেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।

তিনি লিখেছেন, “একটা অসহায় অবলা জীবের জন্য চিৎকার করেছিলেন, করেছিলাম আমরা অনেকে। তাই আজ উটটির জন্য একটা সুস্থ জীবনের সম্ভাবনা প্রস্তুত। বৈদ্যবাটির নার্সারি রোডের পূজা মণ্ডপের উটটি উদ্ধার হোলো হাইকোর্টের নির্দেশে।

জানতে পারলাম স্থানীয় কিছু লোকজন উটটিকে নিয়ে যেতে বাধা দিয়েছিল। শেষে হাইকোর্টের নির্দেশ থাকায় স্থানীয় পুলিশের সহায়তায় উটটি উদ্ধার হয়। অমানুষদের ভিড় শত চেষ্টাতেও উটটিকে আটকাতে পারেনি। জানতে পারলাম নামকরা পত্রিকার একজন সাংবাদিক এ বিষয়ে খবর করতে গিয়ে স্থানীয় কিছু অমানুষের হাতে নিগৃহীত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৈদ্যবাটি অঞ্চলে নার্সারি রোডের পুজোর মানুষজনের ঔদ্ধত্য এবং নিষ্ঠুর ভাবনাতে আমি শংকিত। আপনার এলাকায় অবলা পশুদের ওপর কোনোরকম অত্যাচার হলে প্রতিবাদ করার,আওয়াজ তোলার দায়িত্ব কিন্তু আপনার। এভাবেই একদিন পাল্টাবে পরিস্থিতি। পরবর্তীতে উটটির গন্তব্য, ভবিষ্যত সবটাই আপডেট করবো।”

পার্থসারথী একলব্য লিখেছেন, “একটা পুণ্যের কাজ হল। ওর নিজের জায়গাতে ফিরে যাক।” কৃষ্ণায়ন দাশগুপ্ত লিখেছেন, “ফিরে যাক নিজের চেনা পরিবেশে।” সঞ্চিতা পাল লিখেছেন, “অবশেষে জয় হল”। সোমা ভট্টাচার্য লিখেছেন, “আমাদের বিবেকটা মরে যাচ্ছে দিন দিন”।

You might also like!