Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Travel

2 weeks ago

Tatkal Ticket Reservation: সাবধান! আজ থেকে বদলে গেল তৎকাল টিকিট কাটার পদ্ধতি, আধার লিঙ্কে দেরি করলেই হাতছাড়া হবে সিট

Tatkal Ticket Reservation
Tatkal Ticket Reservation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আজ থেকে পরিবর্তিত হচ্ছে তৎকালের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম। এবার থেকে তৎকাল টিকিট কাটতে হলে আধার কার্ড থাকার বিষয়টি বাধ্যতামূলক হতে চলেছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, কিছুদিন পূর্বেই ভারতীয় রেল সমস্ত তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের বিষয়টি বাধ্যতামূলক করার ঘোষণা করেছে। আজ অর্থাৎ, 2025 সালের 15 জুলাই থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছ। অফলাইন ও অনলাইন, উভয় ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। আপনি IRCTC –এর মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট বুক করুন অথবা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) কাউন্টার এবং অনুমোদিত এজেন্টদের মাধ্যমে অফলাইনে টিকিট কাটুন, উভয় ক্ষেত্রেই আধার ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। অধার ওটিপি ভেরিফিকেশন এখন থেকে টিকিট বুকিংয়ের প্রক্রিয়ার একটি অপরিহার্য অঙ্গ হতে চলেছে। এই নতুন নিয়মটির লক্ষ্য তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের অপব্যবহার রোধ করা এবং সাধারণ যাত্রীদের জন্য বুকিং আরও সহজ করে তোলা।

এই নতুন নিয়মের অধীনে যাত্রীদের কী করতে হবে?

সূত্রের খবর, আজ থেকেই অনলাইনে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যে সমস্ত যাত্রীরা তৎকাল টিকিটি বুকিং করতে চাইবেন, তাদের বুকিং প্রক্রিয়ার সময় নিজেদের আধার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরে পাঠানো একটি ওটিপি প্রদান করতে হবে। এই ওটিপি প্রদান করলে তবেই টিকিট বুকিং সম্পূর্ণ হবে। ভ্রমণের তারিখ বাদ দিয়ে তৎকাল টিকিট ট্রেন ছাড়ার তারিখের একদিন আগে বুক করা যেতে পারে। 1A, 2A, 3A, CC, EC –এর মতো এসি ক্লাসের জন্য তৎকাল ট্রেনের টিকিট ভ্রমণের আগের দিন সকাল 10 টা থেকে বুক করা সম্ভব। নন এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং একই দিনে সকাল 11 টা থেকে খোলা হয়।

কাউন্টার এবং এজেন্টদের মাধ্যমেও ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আধার ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক

আপনি যদি টিকিট কাউন্টার অথবা অথরাইজড এজেন্টের মাধ্যমে অফলাইনে তৎকাল টিকিট বুকিং করেন, সেই ক্ষেত্রেও টিকিট বুকিং করার জন্য আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার এবং অথরাইজড রেলওয়ে এজেন্টদের মাধ্যমে বুক করা তৎকাল টিকিটের জন্যও 2025 সালের 15 জুলাই থেকে আধার ওটিপি অথেনটিকেশনের মাধ্যমে অতিরিক্ত যাচাইকরণের প্রয়োজন হবে। বুকিংয়ের সময় যাত্রীদের তাদের আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করতে হবে। আধার ওটিপি সফলভাবে ভেরিফায়েড হয়ে গেলে তবেই জারি করা হবে ট্রেনের টিকিট। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ট্রেনের ভাড়াও বৃদ্ধি করেছে ভারতীয় রেল।


You might also like!