Technology

9 months ago

Xiaomi : ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Xiaomi 14

Xiaomi 14
Xiaomi 14

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত অক্টোবরে চীনে লঞ্চ হয় Xiaomi 14। এবার এই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। এটি Xiaomi 13 এর উত্তরসূরী হিসেবে আসছে। এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল সংস্থাটি আন্তর্জাতিক বাজারে Xiaomi 14 Pro কে আনবে না। সেই মতো আজ Xiaomi 14 মডেলটির গ্লোবাল মার্কেটে লঞ্চের সময় জানা গেল।

MWC 2024-এ ঘোষণা হবে Xiaomi 14

টিপস্টার যোগেশ বরারের দেওয়া তথ্য অনুযায়ী MWC 2024 এর মঞ্চে Xiaomi 14 গ্লোবাল মার্কেটে পেশ করা হবে।

26 থেকে 29 ফেব্রুয়ারি, 2024 এর মধ্যে MWC 2024 অনুষ্ঠিত হবে। বেশিরভাগ বড় ঘোষণা MWC শুরু হওয়ার একদিন আগেই হয়, তাই মনে করা হচ্ছে 25 ফেব্রুয়ারি এই ফোনটি লঞ্চ হতে পারে।

টিপস্টার আরও জানিয়েছেন ভারতেও এই একই দিনে ফোনটি লঞ্চ করা হতে পারে।

এই তথ্য সত্যি প্রমাণিত হবে বলেই আশা করা হচ্ছে। কারণ সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গিয়েছিল এবং এই সাইটে দেখার মানে খুব তাড়াতাড়ি সেই ডিভাইস ভারতে লঞ্চ করা হবে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 ফোনে 6.36-ইঞ্চি C8 1.5K OLED 12-বিট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 3,000 নিটস পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 তে রান করে।

স্টোরেজ: Xiaomi 14 ফোনটি 8GB + 256GB, 12GB + 256GB, 16GB + 512GB এবং 16GB + 1TB স্টোরেজ সহ সেল করা হয়।

ক্যামেরা: Xiaomi 14 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা লেন্স, 50MP JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP OV32B ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Xiaomi 14 ফোনটিতে 4,610mAh ব্যাটারির সঙ্গে 90W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং হাইপার ওএসে কাজ করে।

অন্যান্য: এই ফোনে ইউএসবি 3.2 জেনারেল 1 পোর্ট, IP68 রেটিং, ওয়াইফাই 7, এনএফসি, ব্লুটুথ 5.4, হ্যাপ্টিক্স ESA0809 এর জন্য X-axis লীনিয়ার মোটর দেওয়া হয়েছে।


You might also like!