
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ট্রেন, বাস কিংবা মেট্রো — যেখানেই যাই না কেন, হোয়াটসঅ্যাপ ছাড়া যেন এক মুহূর্তও কল্পনা করা যায় না। প্রতিনিয়তই আসতে থাকে নানান জরুরি বার্তা। তবে ভিড়ের মধ্যে ফোন হাতে নিয়ে চ্যাট করা অনেক সময়ই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু এবার সেই সমস্যার সমাধান আসতে চলেছে। ভাবছেন কীভাবে? চলুন জেনে নিই বিস্তারিত।
জানা গিয়েছে, অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ আনার চেষ্টায় জুকারবার্গের সংস্থা। ইতিমধ্যেই এনিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই গবেষণা সফল হলে শীঘ্রই অ্যাপেল ওয়াচে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। চ্যাটিং, মেসেজে রিঅ্যাক্ট করা, ইমোজি পাঠানোর পাশাপাশি অডিও মেসেজও পাঠানো যাবে এই অ্যাপে। তবে হ্যাঁ, এর জন্য যে আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটির সঙ্গেই কানেক্ট করতে হবে ঘড়িটি। যদিও কতদিনে এই ফিচারের সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।
বর্তমানে আট থেকে আশি—সব বয়সের মানুষই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কারণ, এই মেসেজিং অ্যাপ এখন আর শুধু আড্ডার সীমায় বন্দি নয়। পড়াশোনা হোক বা অফিসের কাজ, প্রতিটি ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে অপরিহার্য। এদিকে দেশজুড়ে দ্রুত বেড়েছে আইওএস ব্যবহারকারীর সংখ্যা। তাই নতুন এই ফিচারটি নিঃসন্দেহে অ্যাপল ইউজারদের মুখে হাসি ফোটাবে বলে মনে করছে সংস্থা।
