Technology

10 months ago

সস্তায় নতুন 5G ফোন আনছে Vivo V30 Lite ,জানা গেছে RAM ও ব্যাটারি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

Vivo V30 Lite
Vivo V30 Lite

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vivo V সিরিজের স্মার্টফোন উন্নত ক্যামেরা সিস্টেম এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ফ্ল্যাগশিপ-সদৃশ অভিজ্ঞতা প্রদান করে বলে ব্যাপক জনপ্রিয়। সেই সুনাম বজায় রেখে সংস্থার তরফে নতুন Vivo V30 সিরিজ লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্ট্যান্ডার্ড Vivo V30 এবং V30 Pro- এর সাথে Vivo V30 Lite নামে একটি এন্ট্রি লেভেল মডেলও লঞ্চ হবে বলে এখন জানা গিয়েছে। ফোনটির কিছু বিশেষত্বও প্রকাশ্যে এসেছে।

Vivo V30 Lite এর স্পেসিফিকেশন 

RAM ও স্টোরেজ: মাই স্মার্ট প্রাইস তাদের রিপোর্টে জানিয়েছে Vivo V30 Lite ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনের বেস মডেলে 8GB RAM + 256GB মেমরি দেওয়া হতে পারে এবং Vivo V30 Lite এর বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ থাকবে বলে জানানো হয়েছে।

ব্যাটারি এবং চার্জিং: লিক রিপোর্ট অনুযায়ী Vivo V30 Lite ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,700mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে এই ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকার সম্ভাবনা নেই।

ওএস: Vivo V30 Lite ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি ওএস আপডেট রেডি হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ মার্কেটে আসার পরেই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভার্সনে আপডেট হয়ে যাবে। এতে ফান টাচ ওএস থাকতে পারে।

কানেক্টিভিটি: Vivo V30 Lite ফোনটি 5G এর পাশাপাশি 4G LTE ফিচারও সাপোর্ট করবে। এছাড়াও কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে dual-band Wi-Fi, NFC, Bluetooth এবং USB Type-C port এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে বলে  জানানো হয়েছে।


You might also like!